স্বপ্নরঙে আঁকি এক দেশ
প্রীতির দরজা খোলা বললো সে তোমাকেই ভালোবাসি শেষমেষ
বলছি তো, চাই এক হুডখোলা মায়াবী ক্যানভাস
জলছোঁয়া নদীতীর, কাশবন, সোনালী অতীত ঘেরা পাখিদের উল্লাস
রোদ এসে বলুক হেসে কেন আজ তির তির শির শির কাঁপছে দুহাত, জীবনের এই ধারাপাত
কমল কাজল জলে আঁকি দেখো আমাদের দুঃখের বারোমাস, নিখুঁত নিখাদ।


আষাঢ়ের মেঘ আঁকি,মাছরাঙা,মাঝনদী ঢেউ আর ঢেউ শাপলার বিল আঁকি,শরতের ফুলপাখি ডেকে তবু এখনো তো সুধোয়নি কেউ
এঁকেছি সোনার রাখি চোখ ভেজা দুটি আঁখি দক্ষিনের জানালায় বসে দিনগোনা
কবে কোন ফালগুনে দিনরাত কালগুনে শেষ হবে, হবে কিনা ভাবনার জালবোনা।
__________________________
০৪-০৩-২০১৯