দরজায় আঘাত করেনা আর বারোয়ারী ডাকপিওন
চিঠি দিয়ে যায় না অমলের কাছে
ছোপ ছোপ ভালোবাসা আলপথে হেঁটে
ছেড়ে চলে গেছে পাঁচমূড়া পাহাড়ের কাছে, বিষন্ন বাতাস, লোভহীন বলাকা উড়ে চলে ওই অসীমের হাটে।


শূন্য সুনসান নীরবের ঘাটে জলস্নানে এসেছিল
স্বপ্নের পরী, সলিল সমাধির কৌতুহলে
সামান্য জল চুঁয়ে নিদ্রা সময় ।
পাখিদের শেখালো কান্নার সুর বেদনার,
চাঁদের জোছনায় হাঁটা রাতের কুটুম।


পুরষ সঙ্গমহীন ভূমিষ্ট পৃথিবী, বিবর্ণ মনস্তাপ
আক্রায় খাবি খায়।
ওই দিকে অশান্ত ভবিতব্য, ক্ষুধার চিৎকার
অথচ আকাশের ঠিকানা পেতে, বিদীর্ণ বাতাস
উজাড় গাছেদের সুখ, ভূতল কর্ষণ, পলে পলে মৃত্যু,
জ্বরা আশংকিত পথের পাঁচালী ;
থামেনি আকাশ দংশন তবু
ছুটে চলা
কেবল ছুটে চলা।


স্বপ্নের কবিতা তাই আকাশে উড়াই।