এই নগরীতে
এখন আর ভালোবাসা বলে কিছু নেই
অথচ কুমারীত্ব হারায় শৈশব
স্কুল কলেজগামী আমাদের সন্তান
দু 'বেলা মুখে গুঁজবার যুদ্ধে যুদ্ধরত
পোষাক শ্রমিক।


আসলেই ভালোবাসা বলে কিছু নেই
নেই ফাগুন বাতাস
ফুল ফোঁটা আলোজ্বলা সন্ধ্যার আকাশ
কায়াভোর জোছনায়
কেবল লজ্জা ঢাকে কলঙ্ক মুখ
ব্যর্থতার অক্ষরে লেখা হয় স্বপ্নের শ্লোক।


যুদ্ধে কেন এতো ভালোবাসাবাসি ?
হারালো কোন বেদনার আলুথালু কম্পনে  ?
মোহময় স্বপ্ন এখনো বুনি সত্যি সত্যি
স্বপ্ন স্বপ্নই থাক ভালেবাসা ছুঁয়ে যাক একরত্তি।
_______________________________________