অন্ধকার আকাশের নীচে
যে আমাকে নক্ষত্র দেখাবে বলে এনেছিল
সে কখনো দ্যাখেনি ঝলমলে আকাশ কিংবা নক্ষত্র
সে কখনো দ্যাখেনি আকাশের সুখী চাঁদ, ওষ্ঠের হাসি।


যে দেখেছে দুঃখেরা সাম্পানে আসে রোজ
যে দেখলো সারাটি জনম লাঞ্ছনা গঞ্জনার প্রীতিভোজ।


হয়ত সে কখনো সখনো দেখে থাকে সোনালি স্বপ্ন আগামীর
হয়ত রোপণ করে ভোরের আকাঙ্ক্ষা পৃথিবীর


আমি কেবল তাকেই দেখেছি
যে আমার আলো, আমার পথ নির্দেশক
যে আমার শত শত চাঁদ সূর্য কিংবা নক্ষত্র
যে পুড়ে পুড়ে খাঁটি তিলোত্তমা, স্বর্গের উদ্দীপনা
বাঁচবার প্রেরণা
সে কি আমার জন্মদাত্রী মা!
নাকি বয়ে চলা স্রোতের নদীর মতো
জন্মদাতা পিতা!!