স্বপ্নবিলাসী
ব্যলকনিতে দাঁড়িয়ে আধো ঝুলিয়ে শাড়ি
কি স্বপ্ন আঁকো নারী !
স্বপ্ন বিছিয়েছ পলাতক জলে
ফাগুন আসেনি বলে
ফিরে ফিরে যাও ওখানেই রকমারি।


আধো ঘুমে কী স্বপ্ন আঁকো মনে !
মধ্য রাতে অবচেতনে
স্বপ্নই জাগেনা অচেতন ঘুমে
স্বপ্নের দীপ জ্বেলে
হে নারী যাও তুমি কোন পাতালে চলে
আসুক না কামুক ভোর স্বপ্নচারী।


নারী জানো কি ?  মানো কি ?
তুমি উম্মুল যৌবন খুলে রাখো বন্ধ্যা অথবা ভাস্কর্য হবার জন্যে, নয় কি !
তুমি বেসরম রাস্তায়, মার্কেটে ঘুরে বেড়াও
হায়েনা হায়েনা চিৎকার করবে বলে
তুমি প্রায় শাড়িহীন পিতার সামনে দাঁড়াও কলঙ্ক দেবে বলে
আসলে তোমার উলঙ্গ কামুক স্বপ্ন ছাড়া কখনো তোমাকে ছোঁয় কি ?


নারী,  তুমি মা, তুমি কামিনী নও
নারী, তুমি ভালোবাসা যজাতির প্রজাতি নও
নারী, তুমি চিরকাল নারীই হও।


আমি স্বপ্ন খুলে পার হই তোমার সিঁড়ি।
*****************************
টুঙ্গিপাড়া,