♦কবিতাটি দুপুরে পোস্ট করি। ২৫ টি মন্তব্য আসে। শেষসময় এসে কবি মার্শাল  ইফতেখার, রীনা বিশ্বাসসহ ৪ জনের মন্তব্যের রিপ্লাই দিতে গিয়ে লেখাটা কিভাবে ডিলেট হলো বুঝলাম না।  তাই সংরক্ষণ সুবিধার জন্য আবার পোস্ট করতে হচ্ছে। ♦


ঘর গড়বার চেষ্টা করেছিলাম একবার
মনের চৈতী ঝড়ে উড়িয়ে নিয়ে গেল সে ঘর
খড়কুটোর মতো আঁকড়ে ধরতে গিয়েও পিছলে গেছে পিচ্ছিল পথ, দিগন্ত দিয়েছে ঠাঁই
সেই হতে হাঁটছি প্রতিকূল- রোদে -বৃষ্টিতে-শীতে


পাখির ঠোঁটে শীতের বরফ খুঁড়ে খুঁড়ে জীবনের বীজ খুঁটে কীইবা সঞ্চিত হলো সুখ
বহু তেপান্তরে, জলে-জঙ্গলে নীল প্রজাপতি প্রেমে- সোহাগে- বিচ্ছেদে দৃষ্টিতে এলো জীবন যন্ত্রণা দুখ।


অনুভবের চিহ্নে রোজ দেখি তথৈবচ প্রতিভার দেখা
অন্তরে সঙ্গোপনে যার ছবি এখনো আঁকি, কল্পনার আলোয় টানি স্বপ্নের রেখা
অথচ সিঁড়ি টানি প্রত্যহ প্রতিদিন অগুনতি কষ্টের।


তবু আমি হাঁটি, তবু আমি চৈতী ঝড় মাথায় করে মেরু ঝড়ে গা জুড়াই, পরিযায়ী হই বার বার
গোছাতে পারলাম আর কই, ঘরের সরঞ্জাম
সামান্য  মাথা গুঁজবার।
**********************************************
টুঙ্গিপাড়া,