যদি আচমকা  ছুঁয়ে যাও আমার শরীর
এই করতলে রাখো ওই অমায়িক হাত
শতাব্দী ধরে পথ হাঁটাহাঁটি
সত্যিই ভুলে যাবো, ভুলে যাবো....


যদি কখনো এসে দাঁড়াও সম্মুখে
রাজপথ অলিগলি পল্টন ঠেলে
অহিংসার হাত তোলো কঠিন উচ্চারণে
থু থু দিয়ে মুছে দেবো দেয়ালের অশ্লীল লিখন
পঞ্চাশ অক্ষরে বদলে দেবো মিছিলের ভাষা
বায়ান্ন একাত্তরে রাখা ক্ষমার হিসাব
সত্যিই ভুলে যাবো, ভুলে যাবো..........
প্রেম হয়ে আনবিক বোমা হবো ডানে আর বামে।


যদি এই করতলে রাখো ওই অমায়িক হাত
একবার ছুঁতে দাও তোমার ভূগোল
সত্যিই ভুলে যাবো, ভুলে যাবো দুঃখের মাচান
চোখের শ্রাবণ হয়ে ঝরেছিল পৃথিবীর পর


যদি হতো একদিন প্রেমফুলে পৃথিবী অপার
জীবন যন্ত্রণা মৃত্যু জ্বরাহীন প্রকৃতি  আবার
তোমাতে আমাতে থাকা দুরন্ত সংসার
সত্যিই ভুলে যাবো,
ভুলে যাবো জীবনের সকল বিষাদ।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,