সময়ের ট্রেনে করে সতীর্থরা চলে গেছে যার যার আপনার পথে
কেউ আর খোঁজে না অসফল রাত
কেউ কেউ ইতি টেনে নিয়ে গেছে অজানা শপথ
স্মৃতি তবু বেশ্যার মতো চারদিকে চায়
সময় সূত্র ধরে সময়ের আকাশে ওড়ে অস্থির পাখি
সে বড় অবাধ্য পাখি
ফিরে আর আসতে চায়না মনোবৃক্ষের ডালে
কবিতাই তাই ঘুরে ফিরে আসে এখনো নিষ্ঠার পালে।


স্মৃতিকনা,অখিল, হরেন্দ্র, দুলু আরো কত প্রিয়জন সুদূরের ডাকে হেরে গেছে জীবনের চাকা
আসাদ, জাহিদের স্মৃতি ভাসে অনন্ত অসীম তুমি সুখে রেখো সতীর্থের অনন্ত থাকা।


নুরুদের দেখা নাই কামাল কলেজের হাল ধরে সামলায় দুইহাতে অগুনতি পাঠ
আরো কত জনে মাটির ব্যাকরণ দেখে চাষ করে ফসল আর জীবনের চাষ
কেবল এখনো আমি ঘুরে চলি স্মৃতির শহরে বার বার
যদি বা জাকির বজলু  ওরা ডাকপাড়ে আয় কবি বসি ওই জোছনার গাঙে শেখ জুনু মাঝে মাঝে উঁকি মারে ফেসবুক মেসেঞ্জারে
রেডিও তে কী বললি আজ!  নাটকের কোন পাড়া সরব ছিল কালরাত
হায়রে সোনালী দিনরাত! ফিরে ফিরে আসবে কি এই বছর পঞ্চাশে সতীর্থের বাড়ানো হাত!
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,