জ্যোৎস্নালোকিত রাতে
আকাশের মেঘ চাঁদের লুকোচুরি যদি হয়
তবে কেন তোমাতে আমাতে
মনের লুকোচুরি চলবে না বলতে পারো ?
বলতে পারো, "ফুলে ফুলে মৌমাছি বিচরণ করে
তুলে নেয় সামান্য মধু, সঞ্চিত করে রাখে ভবিতব্যের কাছে
সেই ফুলে হয় ফল-- অপূর্ব পরাগায়ন
দুই রকম দুইটি কেশরের অপূর্ব মিলন
সম্পূর্ণ  নিজেদের অজান্তে কার্য সাধন ! "


কেন তবে হবোনা  দুটি প্রাণ তুমি ও আমি একাকার
জিভে জিভ সরীসৃপ  !?
বলতে পারো প্রতিভা--- চাঁদের বুকের কাছে দুঃখ লুকিয়ে রেখে
কি সুখ আছে  ঐ   লাল কপালে !?
বিনে সুতোয়  গেঁথে যদি তুড়ি মেরে ছুঁড়ে দেই
আসবে কি কাঁঠাল ছায়ায়, সুপারী পাতার ফাঁকে
তোমার অশরীরী মন !?
****************************
রচনা ০৬-১০-১৯৯৬ ইং
রায়পাশা, নান্দাইল, ময়মনসিংহ