মধ্যরাত্রি  চুরি হয় ইদানিং, চুরি হয়ে যায় অমাবশ্যার কালো
কদম ফোটা বর্ষাতে রোজ ভিজি, প্রতিরোজই তাড়িয়ে দিচ্ছি আলো ; আমার  কালো অন্ধকারই চাই
চলছে সে তো মগ্ন প্রেমের কাল
একলা একা জ্বলছি সারাক্ষণ শোবার ঘরে মৌসুমের আকাল।


রাত দুপুরের ঘুমের আকাল খুব, সখ মহড়ার কখনো নাই চুপ, কেবল সুখের ঠিক ঠিকানা দূর
কত যে হয় হৃদয়টা ভাংচুর !!


হাজার বছর চলছে পূবের ঝড়
এমনতর মেঘের পালক মেখে, মেরুর বরফ যাচ্ছে
গলে নদী, আকাশ ভারী বর্ষা নামে চোখে।


চোখের কালো নিশ্চয়তা নয়
আবার যদি আলোর দেখা হয়, আবার যদি চোরের দেখা পাই, দেশ পুড়িয়ে যে করেছে ছাই
যে নিয়েছে সাধের চেয়েও বেশী, রাজার চেয়েও তাহার বেশী চাই,  তাহার হবে সবার আগে যাবার
এক ঠিকানা মাটির নীচে ঠাঁই।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,  রচনা ১৭/৭/২০ ( তখন দেশে এক মহা চোর ধরা পড়েছিল।)