[]১[]


ভুলের বাঁশিতেই এখনো তুমি দৌড়ে যাচ্ছ দৌড়ে যাচ্ছ দৌড়ে যাচ্ছ
ভুলের মাশুলে বারবার তুমি ডুব খাচ্ছ ডুব খাচ্ছ
তবু বললে না, ভুল হলেও শুধরে দিও।


কিভাবে শোধরাবে না বলা কথার ঋণ ?
কবে ফিরে পাবো তোমার আমার ভুল শোধরানো দিন।


[]২[]


কখনো থামে না মন, থামে না ভাবনা মনের
থামে যে কেবল তোমার আমার দিন
সেই নদীর প্রথম হতে দুু'হাতে খুঁজি অমিতাভ রাত, সুখের পরশ। কখন সুখের সাগরে হবো যে লীন!


[]৩[]


এলাম যখন, কখনো চাইনা যেতে,চায়ও না কেউ
এ পাওয়াই এক পরম পাওয়া
তবু যেতে হয় একপার হতে অপর পারে,
নিয়তির অমোঘ টানে। থামে না কখনো যাওয়া।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,