প্রতিভা, কোন যাদুকরী মায়ায় ভুলালে চেতনাটাকে অনুক্ষণ তাড়না কেন বার বার আঘাত করে
মনের ভেতর,
ব্যথাহীন বেদনার পাশে
আর কী যাবোনা কখনো বুলাতে পরশ?


স্নিগ্ধ চোখে ভালোবেসে তাকালেও
যদি বিষ বাষ্প মনে হয় তবুও যাই আমি বার বার আগামীতেও যাবো বলে স্থির মনে আছি
বন্ধুহীন হই যতই আমি।


জানি,যতো কাছাকাছি হবো,
জ্ঞানসমৃদ্ধির তাবৎনেশায় তুমি দূর অলখ্যে হারিয়ে নিজেকে হিংসায় পুড়ে পতঙ্গের প্রায় ;
কিংবা মহাজনের হাটে দাঁড়াবে
সমৃদ্ধির নিশ্চিত নেশায়।


হাসিমুখে দু' চোখ মেলে আকাশের উদারতা
দেখবো বলে,
নতুনের কেতন উড়ানো খুশীর জোয়ার বইবে বলে
ডাক দিয়ে যাই,
তাড়িত হই বার বার আপনার মনে।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,