কাঁচা বয়েস,
পত্র লিখেই প্রেমে পড়ি অমন বয়েস
না দেখেই শনৈ শনৈ ভালোবাসি
রাতের আঁধার একলা ঠেলে উদাস ভোরে স্বপ্ন আঁকি
প্রেম কখনো হয় না ফাঁকি।


সেই বয়সেই
ভালোবাসতেই গিয়েছিলাম নদীর কূলে
দেখি চেয়ে ভাঙছে দু'কূল,
দিক হারানো হলদে পাখি উড়ছে একা
নদীর কাছেও পত্র লিখি তাহার যদি পায় সে দেখা।


বালুর চরে নাম লিখে যাই,নাম লিখে যাই মনের ঘরে
ঢেউয়ে ঢেউয়ে হারিয়ে গিয়ে
পত্র পাঠাই মেঘ সরোবর, হয়ত যদি আপন করে !


বয়স কাঁচা, তাই বলে কি কম বুঝেছি ?
চৈত্র নিশির চাঁদের গায়ে তার বরাবর পত্র লিখে
রইছি বসে অসীম সময়, ধৈর্যহারা হইনি তবু.....


ভালোবাসতে খুব চেয়েছি, বয়স ছিল একটু কাঁচা
ভুলের পরে ভুল করেও হরেক দুয়ার দেইনি পাড়ি
এই এতোকাল পরেও এসে দুঃখের সাথে করছি আড়ি
তবুও তারে পরাণ ভরে শনৈ শনৈ ভালোবাসি।