বহু সাধনায় তোমাকে পেলাম
সেই থেকে তুমি আর আমি
সময়ের কড়িকাঠে জীবনকে বেঁধে ফেললাম।


নিষ্ঠার চাষে চাষের ফলনে এই শীত এই বর্ষায়
পৃথিবীতে বহুকাল আলো জ্বাললাম।
দিনশেষে রাত আসে দুঃখ শেষে সুখ
তাও কি ভুল বললাম?


মনে কি পড়ে ? অপেক্ষারা আশা বেঁধে বুকে
অপেক্ষার জানলায় থাকতো অপেক্ষায়!
শুধু একটু দেখা একটু ফিরে চাওয়া....
ফুল পাখি আর মেঘে মেঘে হতাশার কান্নায়


সে চাওয়ার অবসান শেষে
জীবনের পাশে এ কোন উল্কাপাত


ঝগড়া করেছি সহজাত
তাই হৃদয়ের সবটুকু অভিমানে বিচ্ছেদে রয়েছি বারোমাস
বহু অপেক্ষায় থেকে থেকে অবশেষে বলতে বাধ্য হলাম
এসো মিটিয়ে ফেলি দুঃখের সংগ্রাম
আনন্দের সঙ্গেই হোক আমাদের সহবাস।