এই তো নদী
এই নদীতে স্রোত নেমেছে একটু আগে
উদাস দুপুর বিষণ্ণতা
ভোরের শরীর বেয়ে আসে মেঘবালিকা
থমকে থাকা সুখ বারতা।


এই তো দেহ
এই দেহতে ফাগুন শাখে অনুরাগে
ফুল পাখিদের শরবতা
নিটোল ভাঁজে সময় মেখে আকাশ দেখা
চোখের পাতার নীরবতা।


এইতো আঁচল
এই আঁচলে সুখ ধরা খায় রৌদ্রভাগে
শুকায় বুকের গভীরতা
সাধের কলস শূন্য করে যাচ্ছি একা
ভুলেই গেছি নীরব ব্যথা।


এইতো আঁধার
এই আঁধারে গহীন চোখে রাত্রি জেগে
দুঃখ শেষের সুখ বারতা
আনবো তুলে পরিশ্রমের কঠিন লেখা
স্বপ্ন স্বাধের স্বাধীনতা।
*****************************
টুঙ্গিপাড়া,