চাই চাই আরো চাই
উপরে উপরে উপরে আরো উপরে উঠতে চাই
ছুঁতে চাই ছুঁতে চাই আকাশ ছুঁতে চাই।


এই যে উপরে উঠতে উঠতে আরো উপরে যাও
ক্লান্তি আসেনা ?
সেই তো জন্মেছো, তারপর উঠছো তো উঠছোই
কত আর উঠবে রাত্রিদিন, থামবে না?


পাথর পাথর পাথর শুধুই পাথর
সাজাতে সাজাতে পরতের উপরে পরত
কেবল পাথরের পর্বত, যতটা উচু অথবা উপর
ততই শীতল অথবা বরফ, গলবে না?


দেহের উপরে উঠতে উঠতে বয়সও ক্লান্ত হয়
ইচ্ছের কখনো হয় না
জলও উপরে উঠতে উঠতে কুয়াশা হয়, মেঘ হয়
মেঘও ক্লান্ত হয়ে আকাশকে কাঁদায়
ওই তো মাথার উপরে আকাশ, কখনো নামে না।


চাই চাই আরো চাই
উপরে উপরে উপরে আরো উপরে উঠতে চাই
ছুঁতে চাই ছুঁতে চাই আকাশ ছুঁতে চাই


কেবল সিঁড়ির দেখা পাই না।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,