রোদ্দুর ভুলে গেছি। পাহাড়, নদী
ভুলে গেছি শ্রাবণ আষাঢ়। ভেজে না বৃষ্টিতে সেই সুপারি বাগান পানের বরজ। গগনে গর্জে না মাতাল বাতাস
বাঁশের পাতার ফাঁকে তাকায় না সেই ভীরু চোখ
মুগ্ধ বোতামে টিপে জানায় আসো
মুহূর্তে আনন্দ করি দেহ মেলি দাঁড়ের লাহান
খুলে দেই ময়ূর পেখম।


আউশ ধানের ক্ষেতে কোড়া পাখি ডাকে টবটব
ভুলে যাই সেইসব আদিগন্ত  ভালোবাসা শৈশব
মশারী খাটিয়ে হাঁটা রাত্রিরে জড়সড় গাঁয়ের মা বোন
নিতম্ব দুলিয়ে চলে হররোজ মাছের বাজার, মুঠোফোনে স্মৃতি ধরে, ঘর ছাড়ে নষ্ট হবার।


কানে আসে,একটু তাপিত হতে ওরা নাচে,পান করে অবাধে সোমরস। আদিম উলঙ্গ হতে বাঁধা নাই পৃথিবীটা গোটা রাজপথ


জানি সেই মৃত্যুর লেলিহান স্বাদ আসবেই প্রাণে প্রাণে
তোমাদের এতো হাসি ম্লান হবে দক্ষিন দুয়ার
এখনো সতর্ক হও,শাস্ত্র মতে চালাও জীবন
নিশ্চয়ই নামবে ধরায় স্বর্গের বসন্ত বাহার।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,