চোখে শ্রাবণ, বাতাসেও ভিজে না মন
ভাসছি, ভাসতে ভাসতে নদী হয়ে যাই
জ্বলছি, জ্বলতে জ্বলতে শলতে হয়ে যাই।
`
কত আর ! বহুযুগ পেরিয়েছি দম্ভের কালোয়
ফোটেনি আলোর ভোর
রাতের আঁধারেই পুড়ে পুড়ে বিবর্ণ  হই
শরাবের পেয়ালায় বাকীটুকু থাকবে কিনা আর??


ঠিকানাহীন পৃথিবীতে
শ্রাবণেই ঝরে যাই সমস্ত নিষ্ঠায়।
******************************