বাড়িয়ে আছি বহুদিন ধরে তৃষ্ণার্ত হাত
তাকিয়ে আকাশ সমুদ্র পাড়ি দিয়ে মানবিক চোখ
হলুদ রোদের চাঁদ ক্ষয়ে যায় কার্তিকের রাতে
তবু বেঁচে থাক স্মৃতি, ক্ষণিক পাওয়ার সাধ
তবু ডেকে যাক রাত জাগা পাখি ভোরের আবাহনে।


চাই আমি, ফিরে এসো শ্রীরামকান্দী গ্রাম
চেনা সে হালট, মায়াবী জোছনায় ফেরো
পূব আকাশের যুগল পূর্ণিমা
ঘোষের ঘাটের মাঠের গান, গুনাই বিবি আর আলোমতি প্রেমের কুমার।
চাপকল তলে পড়ে থাক যুগল পায়ের ছাপ
বুকের ভেতরে নদী।


আকাশ ছুঁতে যাওয়া দাঁড়ানো নারিকেল  গাছ
ছোট্টটি থাকেনি আর তবু তার ফল হয় ফুল হয়
তা কিন্তু আকাশে থাকেনা চিরকাল
নীচে তার নামতেই হয়
তুমিও নেমে এসো কথার কাজল
সাথে নিয়ে স্মৃতির ফসিল।
<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>
টুঙ্গিপাড়া,