একটা কথাইতো শোনাতে চেয়েছিলাম কতকাল ধরে
আয়োজন তো করতে পারলেনা মোটেই ;
তাহলে তো মধুমতি লিখে দিতাম অকপটে
কিংবা ছন্নছাড়া উতলা মন।


একটা বাঁশির সুরইতো শোনাতে চেয়েছিলাম
কানে কানে একান্ত নির্জনে ;
তোমারতো অনিন্দ্য হওয়ারই কথা ছিল।
পড়ন্ত বিকেলের দুহাই দিয়ে
আঁধারকে কাছে ডেকে নিলে,
পলাতক ছায়ার নীচে নিজেকে চয়ন করবে বলে।


একটা সন্ধ্যার আলোয় মোড়ানো রকমারী শোকের মিছিলে তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম,
যতটুকু মৃত্যুস্বাদ নেয়া যায়
মধুর পরশে ; কান্নার কাছে নতশিরে
যাবার প্রয়োজনে তুমি অযথা সময় কাটালে।
নাহলে তো শুনিয়েই দিতাম মহামায়া চলে গেল
রাজা দুষ্মন্তের মনে নেই কিছু
শকুন্তলা আরাধ্য সন্তান বুকে ঘুরেফিরে বনের গভীরে
স্মৃতির অঙ্গুরী হারিয়ে গহীন জলে
নিদারুণ অভিশাপে।


আমার কি করণীয় আছে বলো !
***************************************★
টুঙ্গিপাড়া,