পথ চেয়েছিলাম
হয়ত কেউ আসবে সে অপেক্ষায়.........


দক্ষিনের জানলা খুলে বাহিরটা দেখতে দেখতে
কতবার যে তোর দিকে তাকালাম
তুই একবারও মুখটা মলিন করলি না
সোনাঝরা হাসি নিয়ে লেপ্টে থাকলি নিশ্চুপ দেয়ালে
সেই উনিশ বছরের ছিপছিপে যৌবনাবতী মেয়ে তুই।


তুই অমন হাসি হেসে, সবটা ভুলে একলা একা
কোন আকাশের উতল ফাগুনে
ঝলমলিয়ে বেড়াস
ধুলোর পৃথিবীতে বসে কী করে জানবো আমি!
দুঃখী এক বাতায়ন তাই নিত্য সঙ্গী আমার।


দুঃখের তিরিশ বছর কেটে গেলো, তুই এলি না
জানলায় রোজ আসে বেদনার্ত শালিক এক
আসে পোষা কবুতর, কাঁঠালের গাছে রোজ রাতে ডেকে যায় রাত জাগা পাখি
ভাবি, এই বুঝি তোর আসা, এই তোর জেগে থাকা


আমিও তাই বিনিদ্র  জাগি
তাহলে কী আমি তোকে, আসলেই ভালোবাসি ?
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,