এ কি দেখি ? পথে পথে রক্ত কেন এতো?
তাহলে কি সদ্য হয়ে ওঠা সাবালিকা হাঁটা পথে ঝরিয়েছে বেদনার ঝরা, গুঁজে দিতে স্বপ্ন আগামীর ?
নাকি যুদ্ধটা অনিবার্য ছিলো---


আমার অসুখী যাপনে কেন অমন সুধা?
অমন সম্মোহনী চাহনিতে কেন যাওয়া আর আসা
আমার বিশ্বাসে ঝোলে যুগল পূর্ণিমা
এই ভরা মাঠ তাকিয়ে থাকুক


চারদিক অবিশ্বাসে ভরা
তবুও আকাঙ্ক্ষার ভেতরে জেগে ওঠে চর ;
ফিরতে চাই সবুজ আলোয়--
কিশোরীর লজ্জায় আসুক রৌদ্রের ছোঁয়া
যুদ্ধ নয়, ঝরা অনিবার্য রক্তের বীজে হাসুক ধরা।
________________________
টুঙ্গিপাড়া,