মিথ্যে আর ধোঁকাবাজির বাজারে আমি সর্বশান্ত যুবক, আমাকে দিয়ে কি আর প্রয়োজন?
কি আছে আমার? আমি তো পারিনি কখনো কারো বুকের ব্লগে ঢু মেরে সর্বস্ব হাতড়াবার ! পারিনি মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে ফেলে অতোটা প্রিয়তম হবার। ঠোঁটের তিলক ছুঁয়ে পারিনি পেতে সুখ শৈশব ফিরে পাবার। তারপরও সব হারানোর আনন্দ মাখি গায়।


সিঁদ কাটা চোরেও ফেলে যায় যত্রতত্র ঘোর, সামান্য ছায়া। আগুনের রোষে পুড়ে ছাই হয় অগুনতি আশা
তুমিতো তেমন করে যাওনি রেখে সামান্যটাও, কেবল দেখিয়ে গেছো ক্রমাগত সম্পর্কের শীতল খোয়াব
দুর্বৃত্তের রোষানলে আমাকে ডুবিয়ে দেখিয়েছো নেশার লাটিম। কৃষ্ণ ধোয়ার ওপারে কার বসবাস কী করে জানবো খবর? কী করে সমস্ত অবকাশ ভুলে চেয়ে চেয়ে দেখবো পূর্ব ধারের সূর্য ওঠা ভোর।
******************************
টুৃ্ঙ্গিপাড়া,১৩/০২/২২