একদিন পড়ন্ত বিকেল বেলায়
একটি কালো মেয়ের সাথে তোমাকে হেঁটে যেতে দেখে
আমিও গেলাম মুক্তিযুদ্ধে মারণাস্ত্র হাতে।
শ্রীরামকান্দি গ্রাম ছেড়ে নতুন চরের কাছে
মধুমতি তীর থেকে
চির চির করে বয়ে চলা গানবোটে
অতর্কিত মনের ট্রিগার টিপে
আহত করলাম একটি গাংচিল, আর একটি শিকার।


পেছনে কান্নার শব্দ ভেসে আসে নিখুঁত
তাকাবার অবসর  নেই একটুও
তবু যেন এক পরিচিত কন্ঠ ছুটে এসে
আমাকে করছে আহত।


মায়ের মমতা মাখানো ধূলোয়
চুমু খেয়ে
উঠে দাঁড়াই রাইফেল হাতে
বিদ্ধ করেছি বুক--- ছিন্ন করেছি কলিজা
বিকট চিৎকারে।
আনন্দের কাছে প্রশ্ন করে জানি
দেশের শত্রু মরে শেয়াল কুকুর যেমন  ;
অথচ কান্না ভারী হয়ে ওঠে ক্রমাগত.....


কাছে এসে
আরো কাছে এসে
আমারই প্রতিভা বলে," ওঠো প্রিয়তম,
দেশের শত্রু সম্মুখ সমরে মেরেছ তুমি
বীর তুমি, তুমি মুক্তিযোদ্ধা
নিহতের মিছিলে যার নাম-- ও 'তো
আমারই জন্মদাতা পিতা!
***************************