ক্লান্ত পকেট, দুর্ভিক্ষ নিয়ে ঘুরছি বহুকাল
কোন বন্ধু প্রিয়জন বলেনি এখনো, "এসো,  
এসো ফুল তুলি, এসো প্রয়োজনে গান ধরি অবেলার
ক্ষুধার রাজ্যকে করি তোলপাড়
মৃত্যুর মতো রাস্তায় পড়ে থাকা পচন ধরা
জীর্ণ ছেলেটির করি সৎকার।


মন বলে বিপ্লবী হতে, তুলে নিতে অসহায় ভূমি
যার কোলে বাড়ছে বেদনা দিনদিন, চিত্তের চিৎকারে
তার হাতে তুলে দেই একবিন্দু হাসি অমলিন।


কত বিদ্রোহ জমিয়ে রাখি
খোঁচা খোঁচা দাঁড়িময় চে' এসে ডাকছে যেন
যে ফুল ফোটেনি, ফুটবে না জানি, তবু তার ফুটবার আকাঙ্ক্ষার কাছে
কোন এক অবেলার করুণ ছোবলে নুয়েছিল যে শরীর তাকে জাগবার, তাকে দাঁড়াবার হাতটি বাড়াও
সেও মানুষ পৃথিবীর।


কত কথা বলতে তো চাই, অপূর্ণ মানুষ তুমি নও
আমার পায়ে তুমি হাঁটো
আমার দু'হাত দু'চোখ ছুঁয়ে দেখো
তাহলেই
দুর্ভিক্ষের পকেট নিয়ে হেঁটেও শান্তি পাবো খুব।
_________________________


            "সহমর্মিতার সংবেদন"