বৃষ্টি তো হলো অবশেষে
মেঘের ডানায় করে ভর, এই সৃষ্টিতে চলছে যে ঝড়
চলছে যে মানুষের না পাওয়ার তৃষ্ণা অপার
কী করে মেটাবো বলো ?  সর্বনাশার এক নাম    
গুটি গুটি পায় অভিজাত পাড়ায় অবাধ মদ নারী কাম


মন তো বড়ই উচাটন, সারাক্ষণ আকাশ ছুঁতে চায়
দেহে আর লয়ে বেলা শেষে ক্লান্ত সবাই
তবু ভর করতেই যায়, উড়ন্ত বলাকার দুরন্ত ডানায়


কাল তো অপেক্ষমাণ
প্রখর চৈত্রের শেষে, বৃষ্টির ঘ্রাণে
উন্মাতাল হয় যে চাতকের চোখ চোখের আলোক
আজ কেবলই শূন্য দৃষ্টির টানে
বদলে যায়, থেমে যায় হৃদয়ের সব কলতান।