চিনে নেই অচেনার পথ, না চিনেও দোষ নেই তাতে
গুগল তো নিকটেই আছে
মুঠোফোনে মুহূর্তে চিনে নেবো তাকে


বহুকবি লিখেছে কবিতা, বহু পাণ্ডুলিপি দ্যাখেনি আলোর মুখ, অনাদর অবহেলে লুকিয়েছে মহাকাল পিঠে।
চিনি নাই কোনকালে তাদেরে নিত্য অবহেলে
সেখানেও ছিল কত কবিদের রাজাদের রাজা!


যুগের  আঁধার কেটে এইতো এখন আলোর খেলা
মগাদের আজ চলে জমপেশ মেলা
আমিও তো তাকে চিনি, কথা নেই, লেখা নেই
ফলেনি কখনো বুকের উঠোনে তাহার ধ্রুপদী ফসল
সে ই কবি সেরা
সে ই আজ ফিরে গেছে গ্লোবালের উত্তরাধুনিকতায়
যা ই কয় তাই হয় হাততালি কবিতা তাহার
চিনবো কী আর
যুগই এখন দেখি ভাতারি মগার।
★★★★★★★★★★★★★★★★★★★★★