এতো তাড়াতাড়ি কোনো ঋতু পরিবর্তন পছন্দ নয়, তবু দেখছি বিদায় নিচ্ছে শীত। যার উল্লাস আসার সে আসবেই, আমি তো বসন্তে নাই--
তাই ফুলগুলো মলিন ঝরে যায় স্মৃতির মুল্য নিতে।
শুধু আলপথে হেঁটে যেতে যে মাঘের ফসলগুলো পায়ের তলে পিষ্ট তার কান্না শুনতে পাই! আহা ! অমন একটা সকাল!


শিশির দলে ফাটা গোড়ালি ঝামায় ঘষতেই চৈত্র আসে, বোরো ক্ষেতে জলের প্রবল টান, কাকের বাসায় বড় হচ্ছে ভিন্ন জাত।
খই ফুটবার মতো শিমুল তুলো উড়ে যাওয়া দখনে বাতাসে গা এলানো দিনে তার জন্য উতলা হই
আসলে আমি তো আর কোকিল নই, ঝড় বৃষ্টি কুয়াশায় বেদখল আকাশের নীচেই লেপ্টে থাক একটামাত্র ঠাঁই।
   _______________________