কতকাল পর.......
অবশেষে পাখিদের গীতল সুরে জানান দিয়ে গেলো
এপারটায় আমি আর ওপারটায় আমার মন
আমার হারানো ঠিকানা।


সেই তারুণ্যে স্মৃতির বেদীতে ফুল দেবো বলে
বানের জল ছোঁয়নি যেখানে, ভাসেনি যাহার বাগানের ফুল
সন্ধ্যের অপূর্ব আবছায়া আলোয় কুড়ালাম সেই ফুল
যেই ফুলের সুঘ্রাণ মোহময় করেছিল খুব ।
যাকে বেশ ভালোলেগেছিল, যে ছিল হৃদয়ের  খুব কাছাকাছি, অনেকটা নিশ্চুপ।


তারপর কাটলো অনেক রাত অনেক দিন....
নদীর ওইপারে স্মৃতিখুলে বেদনার্ত হই
ভেতরে খেলা করে সমুদ্দুর
শ্রাবণের ধারা জড়ো হয় চোখের তারায়।


আমাকে যে একবারও শোনায়নি গান
একবারও যে চোখে রাখলোনা চোখ
একবার বললো না ভালোবাসি
কেন এ পড়ন্ত রোদে স্মৃতি হয়ে কাঁঠাল ছায়ে
বার বার ফিরে আসে ?
বার বার রূপালী  পর্দার মতো ভাসে অবয়ব
হায়! সেই হারানো ঠিকানা আমার!
*****************************************
টুঙ্গিপাড়া,