কত কষ্ট বুকের জমিনে ফেলে ক্ষত
আহা! গাছেরাও জড়িয়ে থাকে না পাওয়ার শোক
দিবসের আকুল আকুতি,
ফুল তার বেদনায় ঝরে যায়, না পাওয়ার তুমুল তৃষ্ণায়
প্রেম ফুল মানব মানবীর আরো দূর
পাখিদের কলতান কেবল গান নয়, কান্নাও
অন্তর দহনে তার গান কান্নার সুর হয়ে ঝরে।


বহমান সুতীব্র হাসির বিপরীতে
হৃদয়ের কান্না কী কেউ শোনে!
সে কান্না গান হয়ে সুর হয়ে দিকে দিকে ছোটে,
কষ্টের সিঁড়ির মতো খুব বেশী উঠানামা করে
সংবেদী অন্তরে।


তবু কী কেবল বেদনাহত হই ??
হই যদি ফুল হই পাখি হই সুর হই।
তবু কেন চাই?
দেবদারু চুলে চম্পক আঙুলে বুলাও হাত
আরেকবার এসো উত্তাল প্লাবনে ভাসি
সারাদিনমান রাত।
******************************
টুঙ্গিপাড়া,