আকাশের চারপাশে মেঘের মত
বেদনা জেগে থাকলেও কথা ছিল ভালো ;


বরফ গলা নদীর জলে ভেসে
শরৎ আমাকে একা করে চলে গেলো
ফিনফিনে কুয়াশায় ঘেরা হেমন্তের কোলে ;
আমার সকল স্বপ্ন ভেঙ্গে চুর্ চুর
মুহূর্তের শীতল জলে
বিষণ্ণ ভোরের আলোয়, চোখের তারায়
শিউলী ভাসে আমার প্রথম ফুলে, মুহূর্ত সময়
কান্নার মত এই কুয়াশার মাঝে
প্রকৃতির আঁটসাঁট বাজে ; হৃদয়ে স্মৃতির পাথর ;


সত্যই তাই প্রথম প্রেমের মত
সতত তোমাকেই মনে পড়ে
তোমার অনন্ত চোখ আমাকেই ইশারা করে।
*****************************
রচনাকাল ১৯৯৩ সোনাডাঙ্গা, খুলনা