তোমার সাথে দেখা হলে জিজ্ঞেস  করতাম
গলিমুখে রোজ কেন দাঁড়িয়ে থাকে
বাইশ বছরের টগবগে যুবক
কখনো ফুল হাতে কখনো পিস্তল
কখনো সে দাঁড়িয়ে কাঁদে,কখনো হাসে।
আবার ফিরেও যায়
রোজ আসে। কারণটা কি আমি জানতে পারি .......?


তোমার সাথে দেখা হলে জিজ্ঞেস করতাম
টগবগে তরুণের মতো অন্য কেউ হরণ করে গেছে  কিনা সকাতর মন, আলোর বিছানা পাখিদের ক্রন্দন, দুলে ওঠা নগ্ন বক্ষ ওষ্ঠের শৃঙ্খল
নাভিমূলে জাগালো কিনা সমুদ্রের ঢেউ! পিপাসার অনন্ত শিহরণ!  জানতে পারি ..?


তোমার সাথে দেখা হলে জিজ্ঞেস করতাম
তুমিহীন আমি কতটা দূরে
বসে আছি কোন স্রোতহীন নদীর কিনারে
তীব্র ভাটার টানে জোয়ারের মন চলে গেছে কতটা উজানে! তীর্থের কাকের মতো যুবক আর আমার মধ্যে কোন তফাত আছে কিনা ?


অথচ সেই জিজ্ঞাসার আগেই তুমি ছুটে চলেছো গ্রহ উপগ্রহ নক্ষত্রের ভিড়ে মহাজাগতিক আলো আর অন্ধকারে, কতটা ভালোয় কতটা দুঃখে, সে পরিমাপ কেই বা জানে!


তাহলে সত্যিই কি দেখা হবে না তোমার আমার অথবা যুবকের ?
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া ০৬-০৬-২০২১