শ্রমিক


দুর্বৃত্তরা নিয়ে গেছে শ্রমের ফসল
পরিযায়ী আমি এক কায়িক শ্রমিক দিন আনি দিন খাই
পৃথিবীতে কখনো কেউ ছিলনা আমার থাকেও না কেউ
অর্থবল লোকবল সহায় সম্পদ যার নাই।


ধার্মিক


রোদের দেয়ালে লিখি বহু রঙে ক ষ উ ধ আ
তারপর যুদ্ধে নামি রোজ
এই মাঘ পেরোলেই ফাগুন আসবে জানি
ফুল বনে মৌ পিয়াসী হয়ে জীবন যন্ত্রণার রাখি খোঁজ।


প্রেমিক


দুঃখের দক্ষিনে দিতে তালা নিঃশব্দে পুড়িয়ে চলি মন
পরাঘাত সে যতই আসমান ছুঁই ছুঁই
লিখে দেবো অঘ্রাণী জমি ফুল পাখি মধুমতী নদী
যতোটুকু ভালোবাসা আছে দিয়ে যাবো সব
একটু যদি সুখে থাকিস তুই।