খুঁজি চঞ্চলা চোখ
এই শহরের ভুল পথে ব্যস্ত সাইকেলে
ঘর হারা এক জোনাকির আলো
খুঁজি সন্ধ্যার সাদা বক উড়ে উড়ে নীড়ে ফেরে
কখনো বেভুল কিনারে  কখনো আঁধারে
আমার স্বপ্নের বসবাসে।


খুঁজি সদা হাস্য অবয়ব
এই শহরের ইটের দালান অথবা অন্যঘর
তোমার ঠিকানা
অতটা কষ্ট নয়, বেদনা নয়
অনন্ত আশা।


খুঁজি থৈ থৈ তৃষ্ণা অপার
পরিযায়ী প্রেম নয় তুমুল বিবাদ
নয় কায়াহীন কারাগার, নয় রুদ্ধশ্বাস
হারানো হিয়ার ফুল বিপুল বিষাদ


তৃষিত চাতকী চোখ আনন্দ, আরাধ্য মন।
****************************
টুঙ্গিপাড়া,