তুই কেন হলি এতো নিঃসঙ্গ ভাবুক
কেন হলি বেমালুম ভুলে যাওয়া অধীর বালক
কেন তোর চোখে নামে রাত্রির ঘুম অমানিশা ঘোর কালো
কেন তুই হলিনারে পোয়াতি সকাল   !


তুই কেন হলি এতো ফুলে ফুলে কুয়াশার ভিড়
নতমুখী চৈতালী ঝোড়ো হাওয়া আমের বাগান
ইটের ভাটায় ওঠা পাংশুটে ধোঁয়া
কেন হলি মধুমতি মরা গাঙ কূল বাঘিয়া
কেন তুই হলিনারে পাড়ার স্বজন  !


কেন এতো একা একা পুড়ে পুড়ে হোসরে কালো
তুই কেন হলি এতো নিখিলের হিংসার থাবা
কীসের ধ্বংস আনিস বারে বারে একান্ত তোর
সৃষ্টি শেখায় কত মৌমাছি পিঁপড়ার দলে
কেন তুই হলিনারে সুবাস অতল !


তুই কেন ভাবিস না তোরে ভালোবেসে
অকাতরে দেয় প্রাণ ফুল প্রজাপতি
দিতে রাজি আরো কেউ ভালোবাসা প্রাণের অধিক
আজো কেন আপনার বাড়িয়ে দু 'হাত
তুই কেন হলিনারে উদার জমিন !
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,