হাত তোলো
নইলে চালাবো তুলি
শেষ রাম রাজত্ব তোমার
এই উপত্যকা এখন দখলে আমার
নাইবো ঝরণার জলে গাইবো পাখির মত গান
গহীনে স্বপ্ন দেবো, দেবো নেবো আনন্দ অফুরান
আঁকবো একটি নদী যে নদীর ড্যাবডেবে ভরা যৌবন


হাত বাড়াও
চড়ি এসো উপত্যকায়
ভেতরে নহর ছোটে বেলা অবেলায়
নির্ঘুম কাটাই রজনী ফের, ডুবি নীল অতলে
এসো নাশি বিষাক্ত বীজ, শুধরোই এই সমতলে


হাত বাড়াও, ধরো বাহুডোর
ওই তো আকাশ ফুটবে আলোর ভোর
ধীর পদভারে অজানার ঠিকানায় চলো পাড়ি দেই
তুমি আর আমি, আমি আর তুমি কিশোর কিশোরী সেই
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গপাড়া,