হাজার বছর ধরে
একটি হলুদ খামের ওপর
তোমার পিঙ্গল ছবি এঁকে
দাঁড়িয়ে আছি
টি এস সি'র মোড়ে
তুমি আসবে
টানা হাতে তোমার হাতে স্কেচ
তুলে দিয়ে বলবো
আমার অসমাপ্ত ছবি তুমি
তাই আমি এঁকে যাবো চিরদিন চিরকাল
এখানে রুদ্ধ; অন্ধ দ্বার, বোকার মোড়ক;
প্রেমিকের উন্মত্ত থাবায় থাকে
সোহরাওয়ার্দি উদ্যান সর্বদা সরগরম
তবু আমার আরক্তিম নয়নজলে
তুমি --- একবার, মাত্র একবারই না হয় এলে।
★★★★★★★★★★★★★★★★★★★
রচনা০৬-০৬-১৯৯৩
সোনাডাঙ্গা, খুলনা