তোমাকে ভালোবাসি এটাতো সত্য
তোমাকে জানি, তুমিও জানো ;  তবে কেন
সজল নেত্রে তোমার আকুল বেদনার ঢেউ কান্না ঝরায়?
কেন তোমার যুগল চোখের তারায় নামে
একটি দীর্ঘাঙ্গী শুন্যতা  !


তোমার তো জানার কথাঃ


পৃথিবীর তাবৎ সুখকে
হনুমানের সূর্যকে কানে করে যুদ্ধ যাত্রার মত
একত্রিত করে, উত্তরী হিমেল হাওয়াকে সঙ্গে নিয়ে
আমিও একদিন দুঃখের সাগরকে পাড়ি দেবো--
আমিও একদিন প্রতিভার বাগানে
ফুলের সুরভি বইয়ে দেবো
দেবো সুগন্ধযুক্ত অনুপম প্রসাদ সাময়িক।


তোমার তো জানা থাকার কথাঃ


দিগন্ত ব্যেপে
আকাশ সমুদ্রচারী পিপাসার্ত মানুষের ভীড়ে
আমিও বিলিন হলেও, শান্তির বিনম্রঘাটে
আমাদের ভালোবাসার জাহাজ নোঙ্গর ফেলবেই
তবে কেন বেদনার্ত হও বারবার
তবে কেন কান্না ঝরাও সার্বক্ষণিক
তবে কেন তুমি তাকিয়ে থাকো অনিমেষ !!??
*****************************
রচনাকাল ২৪-০১-১৯৯৭
নান্দাইল, ময়মনসিংহ