ভুলে গেছি  আগেপাছে সবকিছু
বিরাগের উঠোনে চাষ করি জীবীকার বীজ
অথচ তুমিই বলেছিলে বন্ধু,
আমি নাকি  হয়ে গেছি হার্মাদ জলদস্যু
কিংবা পর্তুগিজ।


আমি তো দেখলাম বড় রাস্তায় লুট হয়ে যায়  
বোনের সম্ভ্রব, সাধারণ লোকের পকেট
স্কুলগামী ছেলেমেয়ের টিফিনের বক্স, স্বপ্ন ভবিষ্যত।
থামছেই না........
দেখলাম বস্তা ভরে নিয়ে যায় সুখ
কিছু লুটেরা মানুষ, চেনা লোক হয় অচেনা।


দেখলাম খুব দ্রুত আব্রুহীন বাড়িতে পাঁচিল
খড়ঘর হতে অট্টালিকা, রাস্তায় হাঁটা নখছেঁড়া পা হতে বিএম ডব্লিউ,
লুঙ্গি হতে স্যুট টাই দুরন্ত উড়ো চিল।


আবার দেখলাম নদী ভাঙ্গনের মতো ভেঙ্গে যাওয়া মন, সংসার,ভালোবাসা, বিনিয়োগ
বুঝেই তো পাইনা এই যে সংস্কার
কোথা থেকে কোথায় নেবো উদ্যোগ !!
***********************************************
টুঙ্গিপাড়া,