আঁধার রাতি একলা জেগে হৃদয় জ্বেলে কাব্য সাধি
তুমি পাশে উজান নাকে বেসুরে ডাক ডাকছো প্রিয়ে
জানছো নাতো দূরের গাছে রাতের পাখি বিপদ ডাকে
সত্যি করে এই আসরে আমার কি আর কাব্য আসে ?
কাব্য লেখার ফুল বাগিচা এই আঁধারে পাই কোথা পাই
মনের ভেতর কল্পিত এক রঙ মহলা রৌদ্র সাজাই


সেখানটাতে তোমায় রেখে আঁকছি নদী মধুমতী
শীর্ণকায়া স্রোত নাই তার ফিরে আসতো আবার যদি
সেই মহাটান, প্রবল গর্জন দেহের ভাগে নবীন রাগে
বক্ষ কাঁপায় চক্ষু ভাসায় খাতার পাতা রাঙিয়ে ওঠে
আবার যদি জোছনা ঘাটে গল্প লেখার মসলা পেতাম
আবার যদি ফাগুন মাঠে রংবাহারি ফুলটি হতাম
তোমার ঘুমে নাকটি ডাকা হতো কী আর,বলছো না যে
উঠতে ডেকে পাখির মতো, বলতে এসো, লক্ষ্মীলাজে।
__________________________
টুঙ্গিপাড়া, ১৯/০৩/২০২১