১)
অভিমান করেছিলাম বলে সরে যাইনি
ভুল করেছিলাম বলে ক্ষমাও চাইনি
কিভাবে শোধরাবো ঋণ
এসো তোমার জন্যে রাখলাম এই বর্ষাস্নাত  দিন।


২)
কতদিন আর ক্ষুধা রেখে রেখে দাঁড়াবো অস্থির
চেয়ে দেখো ওই, খুলেছে পূবের জানলা
কষ্টের মুখ থেকে নিশ্চয়ই আসবো ফিরে
নিঃশ্বাস ফেলবো স্বস্তির।


৩)
ভেবোনা অতোটা করে
দূর করে যাবো বেদনার সিঁড়ি সুখকে আনবো ধরে।
দেখতে চাইনা আর,
আর কখনো অকারণে কারো দুঃখের অশ্রু ঝরে।
==========================
টুঙ্গিপাড়া,