উর্বরা
=======
ভরা যৌবনের মৌসুম বলে জাম্বুরা তলে যে আকাশ খাটো হতে হতে কপাল ছোঁয়, সে আকাশে চাঁদ ডুবে গেছে, নদীও ভরো ভরো
অন্ধকার তাড়ানোর কৌশলে নাভীমূলে সাঁতরায় নিশিপাখি, কতটা দৌড়াতে পারো রাতের ইঁদুর
কতটা কাটতে পারো শ্রমের ফসল, কাটো।


রোদের চমকে মেঘ চিকচিকে ঠোঁট
এক ফসলি উর্বরা জমিন ।


কবিতার প্রচ্ছদ
=============
সূর্য আঁকি সবসময়
আপাতত সবুজ প্রচ্ছদে গুঁজে দিচ্ছি ধুতির আস্তিন
ঘূর্ণি বাতাসেও বেরিয়ে না হাসে নিষ্ঠুর যন্ত্র উরুর
ঝুলে থাকে থাক শতাব্দীর পেন্ডুলাম
ভালোবাসতে ইচ্ছে হলে যদি জেগে ওঠে উঠুক বিপুল বিক্রমে
কেবল চুমু খাবো সুউচ্চ পর্বতে চুষে খাবো অমায়িক ঘ্রাণ
নিঃসরণের চিত্রে দেশ ভেজে ভিজুক ফলাফল হোক কাঙ্ক্ষিত
সময় আর সৌন্দর্যে কমুক বয়স পৃথিবীর
চাঁদের ক্ষরণে অবিশ্বাস অবক্ষয় চাইবো না আর
জোছনার প্লাবনে হাসুক কবিতার প্রচ্ছদ
_________________________