দিতে যদি পারতিস ফিরিয়ে কৈশোর,সোনালী সকাল
তোকে যদি বলতে পারতাম, না বলা সে কথা
পারবি দিতে বাড়িয়ে বিষাদের আঙুল ?
ওই ভুবনমোহিনী চাহনিতে
জাগাতে কী পারবি একবারও তুমুল ইশারা?


কী করে জানবি তুই!
গবাক্ষ ভেদ করে নরম এক চিলতে রোদ্দুর যেমন ছড়ায় মায়া, সবুজ সংকেতে বাড়িয়ে দেয় প্লাবন দেহ  
আকাঙ্ক্ষার রাত এলে তেমন করে ভাসতে ভাসতে যাই চলে তুমুল সম্ভাবনার কাছাকাছি ;
তারপরও মায়াঘেরা বাড়িঘর, ভাইবোন, স্বজন প্রচুর আর মায়ের রান্না করা পটল টেংরার ঝোলস্বাদ ফেলেও স্মৃতিধরে বসে থাকি স্বপ্নের সিঁড়ি!


মা নেই!
তোর সেই বাতিঘর আলোর ইস্কুল ধরে
হেঁটে হেঁটে আজো আমি পাড়ি দেই খা খা চত্তির
বৈশাখ তাণ্ডবে পাথর গললেও, তোর বাড়ি ধুলোপথ
মাটিরাঙ্গা মাঠ।
কি করে ফেরাবো আমার শরত আকাশ
উত্তর জানা নেই-