সময় হলে একবার এসো
আর কত অপেক্ষায় থাকবো পূবের জানলায় ?
কত পূর্বপুরুষ হেঁটে হেঁটে গেলো সাইবেরিয়া
ছিলনা বেরিং, তীব্র তুষার ভয় ; তুমিও এসো
দেখো জোছনার ভেজা পথে নাই কোন হিমালয়
জলাশয় কিংবা আমাজন
ফুটফুটে তারাজ্বলা আকাশের নীচে, আকাশে
বিছানা পেতো, সময় হলেই কিন্তু একবার এসো।


সময় হলে একবার এসো
এখনো তো ফুলে ফুলে মৌমাছি আসে
চেনা সুরে গান করে পাখি, এখনো শিশির জমে দূর্বা ঘাসে
ফাগুন বাতাসে নড়ে নাগর দেহ


হয়ত আগামী হবে আরেক রকম, যেখানে ভূতল হবে আকাশ সমান, যেখানে সকাল হবে সময় সমান।


সময় হলে নিশ্চয়ই এসো, দেখো এসে নদীও বদলায়
সাপের ফনাও দ্রবীভূত হয় কোন এক সময়
রোদ চিকচিকে আলোয় রোদের সজ্জায়।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,