ওষ্ঠাধরে ও' কীসের দাগ? দংশন নাকি চুম্বন
আয়নায় নিজেকে দেখে জাগলো না একবিন্দু পুলক
কেবল জানলো, সব চুম্বনে পুলক জাগে না,
সব চুম্বনই স্বর্গীয় নয়
কিছু আছে ভয়ংকর বিষাক্ত ছোবল, নরক পাঠ


শার্টে লেগে আছে লাল লিপস্টিকের দাগ
অথচ পুরুষ জানে সব দাগই ভালোবাসার স্মৃতি নয়
রক্তাক্ত অবয়ব সব সময় আহত কিংবা হতাশার নয়
সেখানেও লেখা থাকতে পারে অতীত ইতিহাস


চোখের কোণে ও' কীসের ঝিলিক? আশার নাকি হতাশার? একজীবন পার করে রোপিত চারায় ফললে ফসল, কার না আনন্দ হয়?
আর,জীবনে আসতেই থাকে যদি হতাশার সিগনেচার
কোন তারায় ফেলবে চোখের পলক
ভাবনার অন্তঃপুরে ডুবলেও কতোটা মিলবে সমাধান?
__________________________