সামান্য সময়ের জন্য মাগনায় আছি
মেটাতে পারিনি ভাড়া
জীবনের সীমান্তপথ নিকটেই দোল খায়
নিয়ে যাই আরো কিছুটা অক্সিজেন
দরকারি হাটে কুড়াই ঝরতা কিছু
কিছু যদি নিতে পারি সাথে, কিছু যদি পারি উপার্জনে।


কে চাহে অচিনপুর!
একলহমায় সব স্বাদ নিতে পারি যদি
সবস্থান, তাবৎ পৃথিবীসব, ষাট সত্তর কিংবা আরো কিছুটা সময়ে খেয়ে নেবো আকাশ, ব্রম্মাণ্ড নক্ষত্রগুলি
খেয়ে নেবো নারী মদ রাজার ক্ষমতা যতো।


অথচ দোকানী বানিয়ে বেচে
ক্রেতা কখনো করেনা ব্যবহার মূল্যবান শেষের পোষাক
সাজিয়ে দিলাম যাকে জানতেই পারলো না সে
মূল্য কী তার, শেষের গাড়িটি চলে কোন পথে
ভাড়াটা মেটাতে পারেনি আর অঢেল সম্পদে____ !


কী চাহ সোনার মানুষ!
মহাকাল কতটা রাখবে স্মরণ ?
ওইপারে সত্যিকারে কী উত্তর দেবো যে তখন!