একটা সময় মায়ের কাছে বাবার কাছে
আবদারের আর শেষ হতো না
সামগ্রী সব খেলাধুলার মন ভুলানো নতুন বইয়ের
শখের খাবার, রোজ বেড়ানো...


দিনগুলি হায় হারিয়ে গেলো বাস্তবতার যাঁতাকলে
বাল্যকাল আর কিশোর বেলা ঝলমলিয়ে গেলোই চলে।


একটা সময় সাধ হতো খুব
এমন কিছু করেই ফেলি, নিত্য অভাব দূর হয়ে যাক
ভাবনা পুরের সব ভাবনা
এমন করে অভাব জীবন, কর্মহীনের জ্যান্ত মরা
কতই বলো ভাললাগে আর !!


সাধ হতো খুব
যন্ত্র যানে তাহার কাছে, যাই চলে যাই রোজ বিকেলে
পুকুর ঘাটে বটের তলে পা ডুবিয়ে নিটোল জলে
গল্প করি মনের মতো।


সাধ হতো খুব, অনেক কিছু কেনাকাটার
তাহার জন্য নিজের জন্য রঙিন জামা নতুন জুতো
যেই ছেলেটা, যেই মেয়েটার মা বাবা নেই কান্নাঝরা জীবন যাহার,  
তাহার জন্য একটা খুশী নেই কিনে নেই
এমন কোন যাদুর বাঁশি মুখের হাসি
মাথা গোঁজার সামান্য সুখ.......


সাধ হতো খুব গুলিস্তানের শোক মিছিলে
আগুন ঝরুক চোখের তারায়
আসুক নতুন উদ্দীপনা দৃপ্ত শপথ একাত্মতা
দূর করি সব দেশদ্রোহী, ষড়যন্ত্রের বীজমন্ত্র
পুঁজিবাদের হিংস্র থাবা।


আজকে যারা সেই বয়েসী ভাবছো কিনা নিত্য নতুন
ভাবছো কিনা তখন যেমন..


আজো তোমরা
কিছু একটা করতে পারো পাচারকারী  ধরতে পারো
সাফ সুতেরো করতে পারো, চোর জোচ্চোর  ধরতে পারো
অসত লোকের কারবারি চোখ নষ্টামি আর ভণ্ডামি মুখ
সম্মুখেতে আনতে পারো
সম্মুখেতে বিচার আচার সবার চোখে ভক্তি শ্রদ্ধার
এমন একটা জীবন বিধান খুব সহজে করতে পারো।
**********************************************
টুঙ্গিপাড়া,