সন্ধ্যার আলো মেখে রোজ হাত ডুবিয়ে চা খাই
রাতের জোছনা মেখে রুটি
সোনার থালায় দেখি উপেক্ষার রোদ
হারাই স্বপ্ন, মেখে ভোরের শিশির।


সূর্যমাখা সকালে ঘুম ভাঙ্গা সাহস মেখে হাঁটি
শৈশব কৈশোর
সামান্য বিশ্রাম মেখে আকাশ পালঙ্ক ছুঁয়ে
শুয়ে থাকে মেঘের শরীর,
শিল্পীর চোখের তারায় এখনো মেখে দেই দীর্ঘ ছায়াপথ
ফেরারি সত্যের মতো এখনো দাঁড়িয়ে
রাত্রির স্নান মেখে গায়
ভুলে ভরা সম্প্রীতি নিয়ে চা খাই আমি এক মোদো মাতাল  
ভাবি,আমাকে যেন স্পর্শ করে না যায় জাগতিক সুখের হরিণ।


ভাগ্যের জলযান যেদিকেই ভেসে যায় যাক।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,