ভাগ্য গণনা করতে গিয়েছিলাম
শুনলাম ভাগ্যের নাকি কালাজ্বর হয়েছে
ভেদ বমিসহ আরো আরো কী কী সব!


মনে কি পড়ে ? বয়ঃসন্ধি পার হলে চিলেকোঠা ঘরে গোপনে তোমার গুপ্তঙ্গ দেখানোর পরই তুমি ভীষণ জ্বরে পড়েছিলে
বলেছিলে কালাজ্বর হয়েছে।
কালাজ্বর বিদেয় হয়েছে বহুকাল হয়
এই ডিজিটাল জামানায়ও কোথাও না কোথাও লুকিয়ে ছাপিয়ে থাকে হয়ত
সেজন্যই কৌতুহলী আমি জানতে পারছিনা,এইকালে এসে ভাগ্য তার গুপ্তবেশ কাকে দেখালো?


আচ্ছা! এই করোনার যুগে কালাজ্বর হলে কেমন হয়? কিংবা ম্যালেরিয়া হলে ?
রোজ বিকেলে কাঁপন দেয়া শরীরে ওম দিতে যদি আমাকে জড়িয়ে দীর্ঘ ঘুম দিতে আসো
সকালের সোনাঝরা রোদ্দুরের মত ছুঁয়ে দিয়ে মন
যদি আগের মতো আবার ভালোবাসো
ভাগ্যের যতই ভেদবমি আর কালাজ্বর হোক না কেন
বদলে আমি যাবোই
গণনায় যে  ফলই আসুক না কেন!
★★★★★★★★★★★★★★★★★★★★★★