এখনো অপেক্ষায় থাকি,
                   এখনো বাড়ানো রাখি সময়ের হাত
এখনো জেগে থাকি জোছনা প্লাবিত চৈতালি রাত


ভুগি অসহায় বোধে, সেই তো সবার আগে
অবহেলে একরাতে ছিন্ন করেছিলো সমস্ত সংযোগ।


ভেবেছিলাম ভালো হোক তার ভালো হোক।


সহসা ফিরে যাই মনকে বুঝাই
মন পোড়া রোদ্দুর থেকে দূরে রাখি তাকে
দূরে থাকি তার সুখ দিনে।


নিশ্চয়ই ভাবি
পোড় খাওয়া এ সংসারে পরশ না পড়ে তার
ভাসে ভাসুক চোখের দুয়ারে নোনাজল
এখনো হয়নি অবসান বহু ত্যাগ আর তিতিক্ষার
এখনো হৃদয়ে হাহাকার ;
স্মৃতির নদীতে ঢেউ অবাধ সাঁতার।


জানি, বোধ জাগা আলো ফিরে এলে
সে আলোয় আলোকিত হয় সব
থাকেনা কোনই স্বজন আর নিথর নীরব।
__________________________
টুঙ্গিপাড়া,